এক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের দুজন পেল লাল কার্ড
বিশ্বকাপের পরে ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে যাত্রা শুরু হলো ক্রিস্টাল প্যালেসের। শুধু তাই নয়, দুটি লাল কার্ডের কারণে শেষ পর্যন্ত নয়জনকে নিয়ে খেলা শেষ করতে হয়েছে জর্ডান আয়ুর ক্লাব ক্রিস্টাল প্যালেসের। জয় নিয়ে পয়েন্ট টেবিলের আটে উঠে এসেছে ফুলহ্যাম, এগারতে রয়েছে ক্রিস্টাল প্যালেস।
ম্যাচের ৩১ মিনিটে প্রথম গোলের দেখা পায় ফুলহ্যাম। আলেকসান্দ্রা মিত্রোভিকের দুর্দান্ত ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান কর্ডোভা-রিড। ১-০ গোলে পিছিয়ে থেকে মেজাজ হারান ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার টাইরিক মিচেল। ম্যাচের ৩৩ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার কেনি তিতেকে ফাউল করে বসেন মিচেল। তাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে।
১০ জন নিয়ে কোনোমতে সময় পার করে ক্রিস্টাল প্যালেস। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে মাইকেল ওলিস একটি গোলের সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে আবারও ফুলহ্যাম স্ট্রাইকার আলেকসান্দ্রা মিত্রোভিককে ফাউল করে বসেন জেমস টমকিন্স। তাতে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় টমকিন্সকে। এর আগে ম্যাচের ২০ মিনিটে আলেকসান্দ্রাকে ফাউল করায় প্রথম হলুদ কার্ড দেখেন টমকিন্স।
৯ জন খেলোয়াড় নিয়ে ফুলহ্যামের ১১ জনের বিপক্ষে দিশেহারা অবস্থা হয় ক্রিস্টাল প্যালেসের। একের পর এক আক্রমণ সামলাতে কেটেছে পুরো সময়। ৭১ মিনিটে টিম রেম এবং ৮০ মিনিটে আলেকসান্দ্রা মিত্রোভিকের গোলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফুলহ্যাম।