বল হাতে মিরাজই সেরা
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের দল। দলের এই সাফল্যে বল হাতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। তাই হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি।
মিরাজ তিন ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন। প্রথম ওয়ানডেতে তিনটি এবং দ্বিতীয় ম্যাচে চার উইকেট নেন তিনি। তবে শেষ ওয়ানডেতে সাফল্য পাননি, উইকেটশূন্য ছিলেন। শেষ ম্যাচে আট ওভার বল করে ৬১ রান দিয়ে কোনো উইকেট পাননি।
সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোতি। ৩ ইনিংসে ৬ উইকেট নেন তিনি। শেষ ওয়ানডেতে ২৩ রানে চার উইকেট নেন এই ক্যারিবীয় বোলার। তৃতীয় স্থানে থাকা তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ নেন পাঁচটি করে উইকেট।
সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়ে ২৮ রানে ৫ উইকেট নেন তাইজুল। সিরিজে একমাত্র পাঁচ উইকেট শিকারি বোলার এই অভিজ্ঞ স্পিনার।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শীর্ষ পাঁচ বোলার
মেহেদী হাসান মিরাজ– তিন ম্যাচ ১২৬ রান সাত উইকেট
গুদাকেশ মোতি– তিন ম্যাচ ৮০ রান ছয় উইকেট
তাইজুল ইসলাম–এক ম্যাচ ২৮ রান পাঁচ উইকেট
শরিফুল ইসলাম– দুই ম্যাচ ৪৩ রান পাঁচ উইকেট
নাসুম আহমেদ– তিন ম্যাচ ৭৪ রান পাঁচ উইকেট