মায়ের জন্য দোয়া চাইলেন তাসকিন
বাংলাদেশ দলের হয়ে নিউজিল্যান্ড সফরে আছেন পেসার তাসকিন আহমেদ। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য এই ক্রিকেটারের জন্য সুখকর সংবাদ, প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে হয়তো সিরিজের প্রথম টেস্টে অভিষেকও হতে পারে তাঁর।
খেলোয়াড় তাসকিনের জন্য তা সুসংবাদই বটে। কিন্তু এরই মধ্যে দেশ থেকে দুঃসংবাদ পেয়েছেন তিনি, অসুস্থতার জন্য তাঁর মা সাবিনা ইয়াসমিনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। কী হয়েছে তা জানা না গেলেও এই ডানহাতি পেসারের মাকে অপারেশন করাতেও হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাই মায়ের জন্য দোয়া চেয়েছেন তাসকিন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আজ তাঁর সার্জারি।’
মাকে মিস করছেন উল্লেখ করে এই তারকা পেসার আরো লিখেছেন, ‘এ সময় আমি তোমার পাশে নেই। তোমাকে অনেক মিস করছি আম্মু।’
নিউজিল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই খেলেছেন তাসকিন। প্রথম দুই ম্যাচে দুটি করে উইকেট পেলেও পরের ম্যাচে কোনো উইকেট পাননি এই ডানহাতি পেসার। অবশ্য টেস্ট সিরিজের দলে নেওয়া হয়েছে বলে তাঁকে প্রথম দুটি টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছিল। আগামীকাল সিরিজের শেষ টি-টোয়েন্টির দলে আবার তাঁকে নেওয়া হচ্ছে মুস্তাফিজের বদলে।

ক্রীড়া প্রতিবেদক