‘টেস্ট খেলার জন্যই মুমিনুলের জন্ম’

মাওরি রূপকথা মতে, প্রকৃতি দেবী তাওহিথ্রিমেথিয়া। কোনো এক কারণে আজ বৃহস্পতিবার ভীষণ মন খারাপ ছিল তার। আর সেই কারণেই হয়তো ওয়েলিংটনের আকাশ-বাতাস দুটোই বেশ ভারী ছিল। সকাল থেকেই খুবই বাতাস বইছিল, আর বেসিন রিজার্ভের ওপর দিয়ে থেমে থেমে কাঁদছে তাওহিথ্রিমেথিয়া। কখনো পঞ্চাশ, আবার কখনো দুই ঘণ্টা কেঁদেছে। একদিকে প্রকৃতি, আর অন্যদিকে নিউজিল্যান্ড বোলারদের কাঁদিয়ে ছেড়েছেন তামিম-মমিনুল।
তামিম ৫০ বলে ৫৬ রানের অসাধারণ ইনিংস খেলেছেন। যাতে ছিল ১১টি চারের মার। অবশ্য একেবারেই টেস্টের মতোই খেলেছেন মুমিনুল, তাঁর ১১০ বলে ৬০ রানের হার-না-মানা ইনিংসটি ছিল খুবই নজরকাড়া।
বাংলাদেশ ওপেনার তামিম আশাবাদী দ্বিতীয় দিনেও এই ধারাবাহিকতা ধরে রাখবেন মুমিনুল। এ ব্যাপারে তিনি বলেন, ‘কন্ডিশনের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিতে পেরেছে মুমিনুল। তার শট সিলেকশন ছিল দুর্দান্ত। আশা করছি আগামীকালও (শুক্রবার) এ ধারাবাহিকতা ধরে রাখবে সে। খেলে যাবে নিজের স্বাভাবিক খেলাটা।’
মুমিনুলকে স্বভাবজাত টেস্ট ক্রিকেটার মনে করেন তামিম। তাঁর সম্পর্কে বাংলাদেশ ওপেনার বলেন, ‘আমার মনে হয় টেস্ট খেলার জন্যই তার জন্ম হয়েছে। লংগার ভার্সন ক্রিকেটে খুবই সাবলীল সে। তা ছাড়া সে খুব ভালোভাবেই বোঝে কখন কী করতে হবে।’
মুমিনুল টেস্ট খেলাটাকে সহজ বানিয়ে ফেলেছে উল্লেখ করে তামিম আরো বলেন, ‘তার খেলা দেখলে মনে হবে টেস্ট খেলা একেবারেই সহজ। আসলে খেলাটাকে সে সহজ বানিয়ে ফেলেছে!’
আসলেই তাই, এর আগে ১৯ টেস্ট খেলে ৫১.৬৬ গড়ে ১৫৫০ রান করেছেন মুমিনুল। যাতে ১০টি অর্ধশতক এবং চারটি শতক রয়েছে। তা ছাড়া টানা ১১ ম্যাচে অর্ধশতক বা তাঁর চেয়ে বেশি রান করে ভিভ রিচার্ডসের নামের পাশে নিজেকে রেখেছেন তিনি। অবশ্য টানা ১২টি অর্ধশতক করে রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকাল ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।