মোদির পর ঢাকায় কোহলিরা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে দুদিন তোলপাড় চলেছে ঢাকায়। সেই রেশ কাটতে না কাটতেই ঢাকায় পা রেখেছে ভারতের ক্রিকেট দল। এবারের বাংলাদেশ সফরে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ‘টিম ইন্ডিয়া’।
সোমবার সকাল ৯টা ১০ মিনিটে বিরাট কোহলির নেতৃত্বে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ভারতের টেস্ট দল। এর পর বিমানবন্দর থেকে সরাসরি চলে যায় সোনারগাঁও হোটেলে।
দুপুর আড়াইটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করবে ভারত। তারা অবশ্য টেস্ট ম্যাচের ভেন্যু ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন করতে চেয়েছিল। তবে একই সময়ে বাংলাদেশ দল সেখানে অনুশীলন করবে। তাই ভারতীয় দলের প্রস্তাবে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলের সঙ্গে মহেন্দ্র সিং ধোনি আসেননি। গত জানুয়ারিতে টেস্ট থেকে অবসর নিয়েছেন তিনি। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে আসবেন ভারতের সফলতম অধিনায়ক। টেস্ট দলে সুযোগ না পাওয়া তারকা ব্যাটসম্যান সুরেশ রায়নাও সোমবার আসেননি।
অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান-উইকেটরক্ষক লোকেশ রাহুল। গত শনিবার কলকাতায় দলের ক্যাম্পে রিপোর্ট করলেও তাঁর অবস্থা দেখে বাংলাদেশ সফরে আসার অনুমতি দেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকরা। রাহুলের জায়গায় অন্য কাউকে নেয়নি ভারত।
১০ জুন থেকে ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট। ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ওয়ানডেই হবে শেরেবাংলা স্টেডিয়ামে।