এবার টটেনহামকেও নাজেহাল করল ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে কাউকেই ধারেকাছে ঘেঁষতে দিচ্ছে না পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। লিগের মাঝপর্যায়ে এসেই শিরোপা জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ডের অন্যতম সেরা এই ক্লাব। সব বড় দলকেই এবার ধরাশায়ী করেছে ম্যানসিটি। সে তালিকায় এবার যোগ হয়েছে টটেনহামের নাম। ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে এবার টটেনহামকে নাজেহাল করেছে ম্যানসিটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপাপ্রত্যাশী বড় ছয়টি দলকে বলা হয় ‘দ্য বিগ সিক্স’। এরা হচ্ছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল, লিভারপুল ও টটেনহাম। এবারের মৌসুমে ম্যানইউ, চেলসি, আর্সেনাল, লিভারপুলের বিপক্ষে আগেই জয় তুলে নিয়েছিল ম্যানসিটি। গতকাল শনিবার টটেনহামকেও ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের দৌড়ে অনেকখানি এগিয়ে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ম্যানসিটি। ১৪ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছিলেন ইকে গোনডোগান। ম্যানসিটি অবশ্য প্রথমার্ধ শেষ করেছিল এই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধের শেষ ৩০ মিনিটে তিনটি গোল করেছেন ম্যানসিটির তারকা ফরোয়ার্ডরা। ৭০ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন কেভিন ডি ব্রুয়েন। ৮০ ও ৯০ মিনিটে পরপর দুটি গোল করেছেন রাহিম স্টার্লিং। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে টটেনহামের পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল করতে পেরেছেন ক্রিশ্চিয়ান এরিকসন।
দাপুটে এই জয় দিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে অনেকখানিই এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। ১৮ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮ ম্যাচ খেলে ৩৮ ও ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানের দখল নিয়েছে চেলসি ও আর্সেনাল। ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে লিভারপুল ও টটেনহাম।

স্পোর্টস ডেস্ক