বিশ্বকাপে পরিপূর্ণ অস্ট্রেলিয়ার অর্থভাণ্ডার

সফলভাবে বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে ফুলে-ফেঁপে উঠেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের অর্থভাণ্ডার। এ বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার বার্ষিক মুনাফা দাঁড়িয়েছে ৩৮ কোটি অস্ট্রেলিয়ান ডলার (২৭ কোটি মার্কিন ডলার)। বাড়তি আয় দিয়ে দেশের ক্রীড়াঙ্গনের পেছনে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
গত বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার মুনাফার পরিমাণ ছিল ২৯ কোটি অস্ট্রেলিয়ান ডলার। এবার অনেক বেশি আয়ের পেছনে অন্যতম প্রধান ভূমিকা রেখেছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়। মেলবোর্নে ক্রিকেট অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা শেষে সভাপতি ওয়ালি এডওয়ার্ড বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য এটা ছিল দারুণ একটা অর্থনৈতিক বছর। আশা করছি, আগামীতেও এমন সময় আরো অনেক আসবে। এটা ছিল সবচেয়ে সেরা বিশ্বকাপ।’ অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, এ বছরের বিশ্বকাপটা ছিল ২০০০ সালের সিডনি অলিম্পিকের পর সবচেয়ে বড় ক্রীড়া আসর। বিশ্বকাপ আয়োজন ও শিরোপা জয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ দীর্ঘমেয়াদি উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন সাদারল্যান্ড, ‘অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়া যায় প্রতি ২০ বা ২৫ বছর পর। কাজেই এ প্রতিযোগিতা থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধা কাজে লাগানো হবে দীর্ঘ মেয়াদে।’
২৯ মার্চ বিশ্বকাপ ফাইনাল দেখতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হাজির হয়েছিলেন রেকর্ড পরিমাণ দর্শক (৯৩,০১৩)। এ ছাড়া সব টিকেট বিক্রি হয়েছিল ২০টি ম্যাচে। টেলিভিশনের সম্প্রচার থেকেও রেকর্ড পরিমাণ অর্থপ্রাপ্তি হয়েছে অস্ট্রেলিয়ার।