আমিরের প্রত্যাবর্তন ম্যাচে পাকিস্তানের জয়
পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেট মাঠে ফিরেই সাফল্য পেয়েছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের এই প্রতিভাবান বাঁহাতি পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচও মন্দ কাটেনি। আমির এক উইকেট পেয়েছেন, পাকিস্তানও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১৬ রানে নিউজিল্যান্ডকে হারিয়েছে।
আমিরের অবশ্য দুর্ভাগ্য, দু-দুটি ক্যাচ না পড়লে তাঁর নামের পাশে তিনটি উইকেট লেখা থাকত।
শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭১ রান করেছে পাকিস্তান। ৪৭ বলে সর্বোচ্চ ৬১ রান এসেছে সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে। পাশাপাশি অধিনায়ক শহীদ আফ্রিদি (৮ বলে ২৩), উমর আকমল (১৪ বলে ২৪) ও ইমাদ ওয়াসিমের (৯ বলে ১৮) তিনটি ‘ক্যামিও’ ইনিংস অতিথি দলকে এনে দিয়েছে বড় সংগ্রহ। ৩৭ রানে চার উইকেট নিয়ে অ্যাডাম মিল্ন কিউইদের সেরা বোলার।
জবাবে শুরুতে মার্টিন গাপটিলকে হারালেও দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসন (৬০ বলে ৭০) ও কলিন মানরোর (২৭ বলে ৫৬) ৪৯ বলে ৮০ রানের জুটি জয়ের স্বপ্ন দেখাচ্ছিল নিউজিল্যান্ডকে। কিন্তু এ দুজনের বিদায়ের পর আর কেউ হাল ধরতে না পারায় ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১৫৫ রান করতে পেরেছে স্বাগতিক দল।
ওয়াহাব রিয়াজ তিনটি এবং আফ্রিদি ও উমর গুল দুটি করে উইকেট নিয়েছেন। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স আফ্রিদিকে এনে দিয়েছে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার
হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টি হবে আগামী রোববার।

স্পোর্টস ডেস্ক