উত্তাপ ছড়ানো ম্যাচে সুপার ওভারে রাজশাহীর জয়

মূল ম্যাচে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আসে ২ রান। সেই তিনিই সুপার ওভারে দুই বাউন্ডারিতে ৩ বলে তুললেন ১০ রান। রংপুর রাইডার্সকে হারাতে রাজশাহী ওয়ারিয়র্সের প্রয়োজন ছিল ৭ রান। কোনো উইকেট হারাতে না দিয়ে ৩ বলেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন তামিম। রাজশাহী পায় দারুণ জয়।সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কুয়াশায় মোড়ানো সন্ধ্যায় মুখোমুখি হয় রাজশাহী-রংপুর। চলতি আসরে শক্ত-সামর্থ্যে সবচেয়ে এগিয়ে দল দুটিই। তাদের ম্যাচ...