৬৮ বছর পর নতুন ইতিহাস গড়ল বসুন্ধরা কিংস
ইতিহাস গড়ার দিনটি যদি স্মরণীয় না হয়, তবে কেমন যেন অপূর্ণতা থেকে যায়। কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস যেন একটু নাটকীয়তার পসরা সাজিয়েছিল শিরোপার বুনো উল্লাসে মাতবে বলে। প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়াচক্র পণ করেই নেমেছিল, বসুন্ধরাকে এক চুল ছাড় দেবে না। কিন্তু রাজার রাজ্যপাটে হামলা করেও শেষপর্যন্ত হার মানতে হয় ৬-৪ গোলের ব্যবধানে। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২-২৩-এর শিরোপা জিতে ইতিহাস গড়ল বসুন্ধরা। এটি তাদের টানা চতুর্থ লিগ শিরোপা।
সাজ সাজ রব আগে থেকেই ছিল। কিংস অ্যারেনা সেজেছিল লাল রঙে। কারও হাতে পতাকা, কারও হাতে ঢোল। কারণ, সমীকরণ ছিল—আজ জিতলেই তিন ম্যাচ হাতে রেখে শিরোপা নিজেদের করে নেবে বসুন্ধরা। সেই লক্ষ্যে বসুন্ধরা এগিয়ে যায় ম্যাচের শুরুতেই। দরিয়েলতান গোমেজের গোলে এগিয়ে যায় কিংস। পিছিয়ে পড়ে কামব্যাক করে শেখ রাসেল। এগিয়ে যায় ২-১ গোলে। কিন্তু প্রথমার্ধ্বেই আরও দুই গোল দিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা।
বিরতি থেকে ফিরে ম্যাচের নিয়ন্ত্রণ আর ধরে রাখতে পারেনি শেখ রাসেল। বরং, দরিয়েলতান ঝড়ে ছিটকে পড়ে ম্যাচ থেকে। দ্বিতীয়ার্ধে নিজের হ্যাট্রিক পূর্ণ করাসহ এদিন মোট চার গোল করেন দরিয়েলতান। শেখ রাসেল আরও দুটো গোল শোধ করলেও জয়ের জন্য সেগুলো যথেষ্ট ছিল না।
এতেই ইতিহাস গড়া হয়ে গেল বসুন্ধরা কিংসের। স্বাধীনতার পরে কেউ তো পারেইনি, স্বাধীনতার আগে সর্বশেষ ঢাকা ওয়ান্ডার্স ক্লাব ১৯৫০-১৯৫৪ সাল পর্যন্ত টানা চারবার লিগ জয়ের কৃতিত্ব অর্জন করেছিল। অর্থাৎ, ৬৮ বছর পর পুরোনো ইতিহাস নতুন করে লিখল বসুন্ধরা কিংস।