তিন ফরম্যাটে নতুন জার্সি পেল কোহলি-রোহিতরা
আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নতুন জার্সিতে দেখা যাবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। ভারতের নতুন খেলার সামগ্রীর স্পন্সর অ্যাডিডাস। এই ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানটিই টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে ভারতের নতুন জার্সি উন্মোচন করেছে।
এর আগে বিসিসিআই ও অ্যাডিডাসের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়। এরপর থেকেই শোনা যায়, জুনের প্রথম দিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই নতুই জার্সির উন্মোচন করবে অ্যাডিডাস।
গতকাল বৃহস্পতিবার (১ জুন) অ্যাডিডাস তাদের ইন্সটাগ্রামে স্টোরিতে জার্সির ডিজাইন সবার সামনে তুলে ধরে। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই নতুন জার্সির উন্মোচন করল প্রতিষ্ঠানটি।
ভারতের পুরোনো জার্সির সঙ্গে মিল রেখে প্রায় একইরকম ডিজাইন করেছে অ্যাডিডাস। টি-২০ ফরম্যাটে হালকা নীল এবং ওয়ানডের জন্য নীল জার্সিতে বুকের কাছে নকশা করা হয়েছে। সেই সঙ্গে তিন জার্সিতেই অ্যাডিডাসের লোগোর বিখ্যাত স্ট্র্যাপ যোগ করা হয়েছে। কাঁধেও সেই স্ট্র্যাপ রেখেছে অ্যাডিডাস।
টিম ইন্ডিয়ার নতুন জার্সিতে বেশ মজেছে নেটিজেনরা। এক নেটিজেন লেখেন, ‘দুর্দান্ত জার্সি।’ আরেক নেটিজেন লেখেন, ‘অ্যাডিডাস, আমরা তিনটি জার্সিরই আসল ছবি চাই। শুধু হলোগ্রাম জার্সিতে চলবে না।’
তবে এখনই অ্যাডিডাসের অফিসিয়াল জার্সি কিনতে পারবেন না ভারতীয় ক্রিকেট ভক্তরা। আগামী ৪ জুন থেকে নতুন জার্সিগুলো কেনা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।