কোহলির দেখা পেয়ে আবেগাপ্লুত উইন্ডিজ ক্রিকেটারের মা
নিজের ছেলে খেলছেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে। কিন্তু, তিনি মাঠে এলেন বিরাট কোহলির খেলা দেখতে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির ৫০০তম ম্যাচ। দারুণ এক সেঞ্চুরিতে সেটি স্মরণীয় করে রাখলেন কোহলি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটি আরও একজনের কাছে স্মরণীয় হয়ে রইলো। তিনি উইন্ডিজ উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার মা।
জশুয়া ডি সিলভার মা কোহলির ভক্ত, সেটি জানিয়েছিলেন সিলভা নিজেই। পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন কোহলির সঙ্গে দেখা করার উদ্দেশে খেলা দেখতে আসেন জশুয়ার মা। খেলা শেষে কোহলির সঙ্গে দেখা করেন তিনি। মাতৃস্নেহে আলিঙ্গন করার পাশাপাশি চুমু খান তার গালে। আজ শনিবার (২২ জুলাই) এমনটিই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে।
কোহলিও বেশ সাদরে গ্রহণ করে নেন ভিনদেশে মায়ের স্নেহ। দেখা করা শেষে জশুয়ার মা আবেগাপ্লুত হয়ে যান। তিনি বলেন, ‘আমি আমার ছেলেকে (জশুয়া ডি সিলভা) বলেছি আমি মাঠে আসব কোহলির খেলা দেখতে এবং তার সঙ্গে দেখা করতে। কোহলি অসাধারণ একজন খেলোয়াড়। মানুষ হিসেবেও চমৎকার।’
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2..." width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>
প্রথমবার দেখা হলেও জশুয়ার মায়ের স্নেহ কিংবা কোহলির তা সাদরে গ্রহণে মনেই হয়নি তারা দুটো আলাদা দেশের মানুষ, যাদের আগে কখনও দেখাই হয়নি!