মাঠ কাঁপানো মারুফা এসএসসিতেও পাস
বল হাতে সময়টা দারুণ কাটছে মারুফা আক্তারের। তার গতি, বলের লাইন-লেন্থ ও সুইংয়ে মুগ্ধ করেছেন সবাইকে। খেলার পাশাপাশি পড়াশোনাও কম যাচ্ছেন না। মাঠ কাঁপানো মারুফা এবার এসএসসিতেও পেলেন ভালো ফল।
আজ শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত হয় মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল। এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.০৬ পেয়ে উর্ত্তীর্ণ হয়েছেন মারুফা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
পরীক্ষায় নিজের ফলাফল নিয়ে যথেষ্ট খুশি মারুফা। নিজের উচ্ছ্বাস করে গণমাধ্যমকে জানান, পড়াশোনাটা নিয়মিত চালিয়ে যেতে চান তিনি।
সদ্য শেষ হওয়া ভারত সিরিজে দারুণ করেছিলেন মারুফা। নিজের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় সেরা বিশের (১৯) মধ্যে আসেন মারুফা। যা বাংলাদেশের যে কোনো বোলারের সেরা র্যাঙ্কিং।