কোপা দেল রে থেকে বার্সেলোনার বিদায়
কদিন আগেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বার্সেলোনা। হারের সেই ক্ষত শুকানোর আগেই ফের ধাক্কা খেল স্প্যানিশ ক্লাবটি। এবার অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল জাভি হার্নান্দেজের শিষ্যরা।
গতকাল বুধবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে বিলবাওয়ের মাঠ সান মামেসে ৪-২ গোলে হেরে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় বার্সা। বিলবাওয়ের হয়ে একটি করে গোল করেছেন গোর্কা গুরুজেটা, ওইহান সানচেট, ইনাকি উইলিয়ামস ও নিকো উইলিয়ামস।
কোয়ার্টার ফাইনালের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা। ম্যাচ শুরুর মাত্র ৩৮ সেকেন্ডের মাথায় গোল হজম করে বার্সা। বার্সার রক্ষণকে বোকা বানিয়ে বল জালে জড়ান গোর্কা। শুরুতে গোল হজম করলেও ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি বার্সা। ম্যাচের ২৬তম মিনিটে গোল করেন বার্সা তারকা রবার্ট লেভানডোভস্কি। এর মিনিট ছয়েক পরে দলকে এগিয়ে দেন লামিন ইয়ামাল।
এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে স্বাগতিক বিলবাও। ম্যাচের ৪৯তম মিনিটে গোল করে সমতা ফেরান মিডফিল্ডার ওইহান সানচেট। পরবর্তী বাকি সময়ে আর গোল না হওয়ায় নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ২-২ সমতা ছিল। তবে, অতিরিক্ত সময়ে ইনাকি উইলিয়ামস বিলবাওকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান তার ভাই নিকো উইলিয়ামস। দুই গোলে পিছিয়ে পড়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি কাতালানরা। ৪-২ গোলের জয়ে সেমির টিকিট নিশ্চিত করে অ্যাথলেটিক বিলবাও।
পরপর দুটি টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর ট্রফি জিততে বার্সার এখন চেয়ে থাকতে হবে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে। ২০ ম্যাচ ৪৪ পয়েন্ট নিয়ে লিগে বার্সার অবস্থান তৃতীয়। শীর্ষ দল জিরোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে বার্সা। চ্যাম্পিয়নস লিগে উঠেছে শেষ ষোলোয়।