বিশ্বকাপের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তাসকিন
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। মোটামুটি প্রত্যাশিত খেলোয়াড়দের নিয়েই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। ঢাকা ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন পেসার তাসকিন আহমেদ।
গতকাল বুধবার (১৫ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সময় চোটের সবশেষ অবস্থা জানতে চাওয়া হলে তাসকিন বলেন, আলহামদুলিল্লাহ সব ভালো যাচ্ছে, সবাই দোয়া করবেন।’
চোট থাকা সত্ত্বেও তাসকিনকে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলোতে খেলতে পারবেন কিনা, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে তাসকিনকে নিয়ে সুখবর দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তাসকিন।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে হাথুরুসিংহের শিষ্যরা। ১৩ জুন তৃতীয় ম্যাচে কিংসটাউনে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ জুন নেপালের বিপক্ষে লড়বে শান্ত-তাসকিনরা।