এবার কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা
ক্রিকেটার সাকিব আল হাসানের পর এবার হত্যা মামলার আসামী করা হয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলার আসামী করা হয়েছে তাকে। শুধু তিনি নন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদকেও আসামী করা হয়েছে।
গতকাল রোববার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে মামলাটি করেন ব্যান্ড শিল্পী আসিফ ইমাম। বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে মতিঝিল থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ৫০ জনকে আসামি করা হয়েছে এই মামলায়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ তার গাড়িবহরে আসামিরা হামলা চালান। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪ টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতা-কর্মীদের মারধর করেন। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।
এই মামলায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ৫০ জনকে আসামী করা হয়েছে। আসামীদের মধ্যে আরও আছেন শেখ হেলাল, নিক্সন চৌধুরী, ফারুক খান, রাশেদ খান মেননের মতো শীর্ষস্থানীয় নেতারা।
একই মামলার আসামী করা হয়েছে জায়েদ খান, সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়ের মতো বিনোদন জগতের তারকাদকে।
এই মামলার বিষয়ে একটি গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘এই মামলার বাস্তবতা নেই। কোনো বাস্তবতা নেই। এটা কারও ইচ্ছা হয়েছে, দিয়ে দিয়েছে। আমি স্বপ্নেও কখনও চিন্তা করিনি আমার বিরুদ্ধে মামলা হবে, সেটাও হত্যাচেষ্টা মামলা।’