ম্যাচ জিতেও দুঃসংবাদ পেল বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগে হারের হতাশা কাটিয়ে জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। লা লিগায় টানা ষষ্ঠ জয় পেয়েছে দলটি। সর্বশেষ ম্যাচে ভিয়ারিয়ালকে তাদের মাঠে ৫-১ গোলের বড় ব্যবধানে হারায় কাতালানরা। তবে, ম্যাচ জিতেও স্বস্তিতে নেই তারা।
ম্যাচ চলাকালীন চোটে পড়েন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রেটার স্টেগান। চোট গুরুতর মনে হলে তৎক্ষণাৎ তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ভিয়ারিয়ালের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার ডান হাঁটুর একটি পেশিতন্তু ছিঁড়ে গেছে।
এএফপিতে প্রকাশিত আজ সোমবারের (২৩ সেপ্টেম্বর) প্রতিবেদনে বলা হয়, বার্সা অধিনায়ক টার স্টেগানের ডান হাঁটুর পেশিতন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অস্ত্রোপচার করা হবে। এ জন্য তাকে কমপক্ষে আট মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।
এর মানে দাঁড়ায় প্রায় পুরো মৌসুমই শেষ হয়ে গেছে স্টেগানের। ফলে ক্লাব বার্সেলোনার হয়ে তো বটেই, এ সময় মাঠে নামা হবে না জাতীয় দল জার্মানির জার্সিতেও। যদিও, ম্যানুয়েল নয়্যারের উপস্থিতিতে জাতীয় দলে তুলনামূলক কম সুযোগ পান স্টেগান।
৩২ বছর বয়সী স্টেগানের সুস্থতা কামনা করে বার্সেলোনা কর্তৃপক্ষ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে স্টেগানের প্রতি সমবেদনা জানিয়ে তারা লেখে—‘সাহস রাখো, অধিনায়ক।’