রোমাঞ্চকর জয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা

লা লিগায় সর্বশেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে বড় হারের পর জিরোনার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। তাদের পরের ম্যাচটি রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ‘এল ক্লাসিকো’র আগে তাই এই ম্যাচটিতে ৩ পয়েন্ট পেয়ে লড়াইয়ে টিকে থাকাটা গুরুত্বপূর্ণ ছিল বার্সার জন্য। টানা দুই ম্যাচে জয়হীন থাকার শঙ্কায় পড়া বার্সাকে এই যাত্রায় রক্ষা করেন রোনাল্ড আরাউহো।
গতকাল (১৮ অক্টোবর) শনিবার এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে জিরোনাকে ২-১ হারিয়ে লা লিগার শীর্ষে উঠেছে বার্সেলোনা।
ম্যাচজুড়ে আধিপত্য ছিল বার্সারই। ৬৮ শতাংশ বল দখলে রেখে ২৭টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে ১১টি শট নিয়ে মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পারে জিরোনা।
এদিন ম্যাচে শুরতে অবশ্য বার্সেলোনাই এগিয়ে যায়। ১৩ মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া পেদ্রির নিচু শট পোস্টে লেগে গোল হলে স্বাগতিকরা লিড নেয়। তবে খুব বেশি সময় তা ধরে রাখতে পারেনি বার্সা। ২০তম মিনিটে কর্নার থেকে আসা বল হেডে সামনে বাড়িয়ে দেন মার্টিনেজ। এরপর সেখান থেকে দুর্দান্ত এক ওভারহেড কিকে গোল করে জিরোনাকে সমতায় ফেরান অ্যাক্সেল উইটসেল। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে ড্র নিয়ে।
এরপর দ্বিতীয়ার্ধে জয় পেতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। কিন্তু তারা গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচের নির্ধারিত সময় পার হওয়ার পর বার্সেলোনাকে স্বস্তিতে ফেরান ডিফেন্ডার আরাউহো।
ম্যাচের যোগ করা সময়ে ৯২তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের পাসে গোল করে বার্সাকে জয় উপহার দেন আরাউহো। এতেই শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফিরেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচে বার্সার হয়ে বেশ কিছু সুযোগ তৈরি করেন মার্কাস রাশফোর্ড। প্রথমার্ধে তার একটি ফ্রি-কিক পোস্টে লেগে ফেরে। দ্বিতীয়ার্ধে কাছ থেকে পাওয়া সহজ সুযোগও নষ্ট করেন বাইরে মেরে।
স্টপেজ টাইমে রেফারির মাত্র ৪ মিনিট যোগ করার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দেখালে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ফলে পরের লিগ ম্যাচে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডাগআউটে দেখা যাবে না এই জার্মান কোচকে।
এই জয়ে ৯ ম্যাচে ৭ জয়, ১ হার ও ১ ড্রতে ২২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। তাদের থেকে এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রিয়াল মাদ্রিদ।