‘আমি তো পুলিশ বা র্যাব নই’, সাকিবের নিরাপত্তা ইস্যুতে বিসিবি সভাপতি
বিসিবি নিরাপত্তা নিশ্চিত করতে পারলে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকে ইতি টানতে চান অলরাউন্ডার সাকিব আল হাসান। অবসর ঘোষণার আগে ঠিক এমনটাই জানিয়েছেন এই বাঁ হাতি অলরাউন্ডার। সাকিবের সেই শর্ত নিয়ে এবার মুখ খুলল বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিসিবির বোর্ড সভার শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাকিবের নিরাপত্তা দেওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমিতো আসলে কোনো এজেন্সি না, পুলিশ বা র্যাব। এটা আসলে আমার বা বিসিবির হাতে না। এটা সরকার পর্যায় থেকে আসতে হবে, নিরাপত্তাটা।’
বিসিবি সভাপতি আরো বলেন, ‘নিরাপত্তা দুই রকমের। একটা হলো সে হয়তো পরিষ্কার করেছে, বলেছে (সরকারি), আরেকটা হলো আমাদের দর্শকরাও আছে। তো এই ব্যাপারটা তার সিদ্ধান্ত নিতে হবে। আমরা আসলে এটাতে তেমন একটা অংশ হতে পারব না। এই মুহূর্তে আমরা কিছু বলতে পারব না, বোর্ড থেকে কী করতে পারি। ব্যক্তি পর্যায়ে একজন মানুষকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য আমাদের নেই।’
এর আগে বিসিবির কাছে নিরাপত্তা চেয়ে দুপুরে সাকিব আল হাসান বলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল রাখছে, বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’