ঘরের মাঠে পালমাসের কাছে হারল বার্সেলোনা
পরিসংখ্যানে পালমাসের চেয়ে বহু এগিয়ে বার্সেলোনা। নিশ্চিত ফেভারিট হয়ে মাঠে নেমে স্বাগতিকরা দেখিয়েছে একচেটিয়া আধিপত্য। এক-দুবার নয়, প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করেছে ২৭ বার! কিন্তু, গোলের খেলায় বার্সার আক্রমণ ছাপিয়ে বাজিমাত করল পালমাস। লা লিগার অন্যতম দল বার্সেলোনাকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে চমকে দিল সফরকারী পালমাস।
লা লিগায় শনিবার (৩০ নভেম্বর) পালমাসের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। দলের জয়ের ম্যাচে পালমাসের হয়ে গোল করেছেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড সান্দ্রো রামিরেস ও ফাভিও সিলভা। আর স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন রাফিনিয়া।
১৯৭১ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম ঘরের মাঠে লিগ ম্যাচে পালমাসের বিপক্ষে হারল কাতালান ক্লাবটি। এর আগের বারও ক্যাম্প ন্যুতে একই ব্যবধানে হেরেছিল বার্সা। তাছাড়া পালমাসের কাছে হেরে ঘরের মাঠে টানা ১১ জয়ের পর হারের মুখ দেখল বার্সা।
বার্সার অলিম্পিক স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকে ফেভারিটের মতো খেলেছে স্বাগতিকরা। একের পর আক্রমণে কাঁপিয়ে তোলে প্রতিপক্ষ শিবিরকে। কিন্তু ফিনিংশিংয়ে বারবার ব্যর্থতায় ডোবে।
এর মধ্যে বিরতি থেকে ফিরে বার্সাকে স্তব্ধ করে এগিয়ে যায় পালমাস। ম্যাচের বয়স তখন ৪৯মিনিট। ওই সময় প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন বার্সারই সাবেক খেলোয়াড় সান্দ্রো।
৬১তম মিনিটে অবশ্য এই হতাশা দূর করেন রাফিনিয়া। দারুণ শটে বার্সাকে সমতায় ফেরান তিনি। তবুও স্বস্তি ফেরেনি বার্সা শিবিরে। ৬৭তম মিনিটে পুরো স্টেডিয়ামের দর্শকদের স্তব্ধ করে স্কোরলাইন ২-১ করে ফেলেন পালমাসের ফাবিও সিলভা। এই ব্যবধান ধরেই রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে টেবিলের ১৪নম্বর দল পালমাস।
হারের পর অবশ্য লিগ পয়েন্টের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের। ৩০ পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ। আর ১৪ নম্বরে থাকা পালমাসের পয়েন্ট ১৫ ম্যাচে স্রেফ ১৫!