সিডনি টেস্টে না খেলার কারণ জানালেন রোহিত
সিডনি টেস্টে যে খেলা হচ্ছে না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার, সেই গুঞ্জন ছিল আগেই। একাদশ ঘোষণার পর দেখা যায় গুঞ্জনই সত্যি। কিন্তু ঠিক কি কারণে এই ম্যাচে খেলানো হয়নি রোহিততে, তা অবশ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিসিআই। অবশেষে, সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন রোহিত নিজেই। জানিয়েছেন, ব্যাট হাতে বাজে ফর্মের মধ্যে থাকায় অব্যাহত সমালোচনার মধ্যে নিজেকেই একাদশ থেকে সরিয়ে রাখেন।
আজ শনিবার (৪ জানুয়ারি) সিডনি টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে এ নিয়ে সম্প্রচারপ্রতিষ্ঠান স্টার স্পোর্টসের মুখোমুখি হয়েছিলেন রোহিত। সেখানেই তাকে সিরিজের শেষ টেস্টে না খেলার কারণ জিজ্ঞেস করা হয়।
এ প্রসঙ্গে রোহিতের জবাব, ‘আমি সরে দাঁড়িয়েছি। এখানে আমি একটা কথা বলব, আর বাইরে থেকে মানুষ সেটা পঞ্চাশ রকম ব্যাখ্যা করবে। আমার সঙ্গে কোচ ও নির্বাচকের যে কথা হয়েছে, সেটা একদম সোজাসাপটা। আমার ব্যাটে এই মুহূর্তে রান নেই। আর ম্যাচটা দলের জন্য গুরুত্বপূর্ণ। একজন ফর্মে থাকা খেলোয়াড় দরকার। আমাদের ব্যাটিং লাইনআপ রানের মধ্যে নেই যে একজন ফর্মে না থাকা খেলোয়াড়কে বহন করে যাবে। আমার মনে হয়েছে কোচ ও নির্বাচকদের আমারই বলা উচিত। তারা আমার সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।’
রোহিত আরও যোগ করেন, ‘ধারাভাষ্যকক্ষে যারা বসে আছেন কিংবা ল্যাপটপে যারা লেখেন, তারা ঠিক করবেন না আমার জীবন কীভাবে যাবে। অনেক দিন ধরে খেলাটা খেলছি, তারা ঠিক করবেন না, আমি কখন খেলব, কীভাবে খেলব, কখন অধিনায়কত্ব করব কিংবা কখন সরে দাঁড়াব। আমারও বিবেচনাবোধ আছে, আমি একজন পরিণত মানুষ, দুটি সন্তানের বাবা। আমারও কিছু বুদ্ধিশুদ্ধি আছে এবং জীবনে কী চাই, সেটা আমি জানি।’
উল্লেখ্য, বোর্ডার-গাভাস্কার সিরিজের শুরু থেকেই রোহিতের বাদ পড়া নিয়ে আলোচনা ছিল। কারণও ছিল বটে। ২০২৪ সালেই টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে খারাপ বছর কাটিয়েছেন রোহিত। ১৪ টেস্টে রান করেছিলেন ৬১৯, গড় ২৪.৭৬। অস্ট্রেলিয়া সফরে ৩ টেস্টে করেছেন মোট ৩১। রোহিতের এমন অফফর্মে বেশ চাপে পড়ে টিম ইন্ডিয়া।