কোয়ালিফায়ার নিশ্চিতের ম্যাচে চিটাগংয়ের বড় পুঁজি
বিপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলায় ম্যাচটি চিটাগংয়ের জন্য গুরুত্বপূর্ণ। বরিশালকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের দুইয়ে আসবে তারা। সরাসরি খেলবে কোয়ালিফারে। এমন ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করেছে চিটাগং।
টসে হেরে ব্যাটিংয়ে নামা চিটাগংয়ের হয়ে আলো ছড়ান ওপেনার পারভেজ হোসেন ইমন। আরেক ওপেনার খাজা নাফাইকে নিয়ে দারুণ সূচনা এনে দেন দলকে। দলীয় ৫৮ রানে নাফাই বিদায় নেন ২২ রান করে। তবে, আরেক প্রান্ত আগলে রেখে ইমন খেলেন ৭৫ রানের দুর্দান্ত ইনিংস। ৪১ বলের ইনিংসটি তিনি সাজান একটি চার ও ৮০টি ছক্কায়।
ওয়ানডাউনে নামা গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে আসে ২৬ রান। চিটাগংয়ের সংগ্রহ ২০০ ছাড়াতে সাহায্য করেছে হায়দার আলী ও শামীম হোসেনের দুটি ঝড়ো ইনিংস। ২৩ বলে সমান তিনটি করে চার ও ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন হায়দার। ১২ বলে ৩টি চার ও দুটি ছক্কায় ৩০ রানের ক্যামিও খেলে শামীমও থাকেন অপরাজিত।
বরিশালের পক্ষে তাইজুল ইসলাম দুটি এবং ইবাদত হোসেন ও মোহাম্মদ নবী নেন একটি করে উইকেট।