বিপিএলে দল পেতে আবেদন করেছে নোয়াখালী
 
বিপিএলের পরবর্তী আসর বসার কথা রয়েছে চলতি বছরের ডিসেম্বরে। তবে এখনই বেজে উঠেছে দামামা। ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিতে বিসিবিতে আবেদন করছে বিভিন্ন প্রতিষ্ঠান। সেখানেই উঠে এসেছে একদমই নতুন একটি নাম। এবারের আসরে দেখা যেতে পারে নোয়াখালীকে। ইতোমধ্যে শায়ান্স গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল পেতে আবেদন করেছে।
আজ সোমবার (৩০ জুন) দল পেতে বিসিবিতে আবেদন পত্র জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষ। বিপিএলের সকল প্রক্রিয়া মেনে ১২তম আসরের অংশ নেওয়ার আবেদন জানিয়েছে তারা।
দল নেওয়ার বিষয়ে শায়ান্স গ্লোবালের প্রতিনিধি বাদল গণমাধ্যমকে বলেন, ‘একটা বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা। আমরা আমাদের দিক থেকে মোটামুটি প্রস্তুত। যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেগুলো রেডি করে রেখে দিয়েছি। আমরা আশা করছি, ওনারা আমাদের আবেদন গ্রহণ করবেন এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ হবে।’
সবশেষ আসরের মধ্য দিয়ে দলগুলোর সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে বিসিবিরি। এরপর অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, এবার নতুন করে ছয় বছরের জন্য আবারও দলগুলোর সঙ্গে চুক্তি করবে বোর্ড। সেসব বিষয়ে আজ বিসিবির এক বোর্ড মিটিং শেষে আরও বিস্তারিত জানা যাবে।
এ আগে গত ২৪ জুন বিসিবি সভাপতি বরাবর দেয়া এক চিঠিতে শায়ান্স গ্লোবাল জানায়, বিপিএলে দল নেওয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা।

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
