আমরা যখন খেলতাম তামিম অনেক ছোট ছিল : বুলবুল
হঠাৎ করেই ক্রিকেট পাড়া হয়ে গেছে দুই ভাগ। আমিনুল ইসলাম বুলবুল বনাম তামিম ইকবাল, একটা অনাকাঙ্ক্ষিত লড়াই দাঁড়িয়ে গেছে। ক্রিকেট পাড়ায় এখন আলোচনার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সম্ভাব্য প্রার্থী হিসেবে তামিম ইকবালের নামও উঠে এসেছে।
বুলবুল বাংলাদেশের প্রথম অধিনায়ক, তামিমও তিন সংষ্করণেই অধিনায়কত্ব করেছেন। চলতি বছর জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তিনি। সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘুরেফিরে আসছে এই দুজনের নামই।
নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুই অধিনায়কের মধ্যে চলছে প্রকাশ্য লড়াই। নির্বাচন যত ঘনিয়ে আসছে, দুজনের মাঝে উত্তেজনাটাও তত বাড়ছে। কদিন আগে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছিলেন, স্বচ্ছ নির্বাচন দিতে এখনই বুলবুল ভাইয়ের পদত্যাগ করা উচিত।
আরেকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তামিমকে নিয়ে অবশ্য খুব নরম স্বরেই কথা বলতে দেখা গেল বুলবুলকে। তামিমের সঙ্গে লড়াইটাকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন না তিনি।
বুলবুলকে জিজ্ঞেসা করা হয় বিসিবির সভাপতি পদে নির্বাচনে তামিম ইকবালের সঙ্গে সম্ভাব্য এই লড়াইকে তিনি কীভাবে দেখেন? প্রশ্নের জবাবে হাসিমুখে বুলবুল বলেন, ‘তামিমকে আমি স্নেহ করি। আগে যখন টেস্ট ম্যাচ হতো, তখন যে কেউ বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকত। আমি শেষের দিকে বাউন্ডারি লাইনেই ফিল্ডিং করতাম। তামিম তখন ছোট, ও আসত। আমি মজা করতাম, অনেক ইংরেজি কথা বলতাম ওর সঙ্গে, ইংলিশ টেস্ট করার জন্য।’
পরের কথাতেই তামিমের প্রশংসাও করেছেন বুলবুল। লড়াইটাকে তিনি প্রতিযেগিতা হিসেবেই দেখেছেন না। বরং তাকে শ্রদ্ধা করেন বলে জানিয়েছেন। সবকিছু পর তিনি শুধু ক্রিকেটের ভালোটাই প্রত্যাশা করেন।
বুলবুল বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে তামিমের যে অবদান, ক্রিকেটার হিসেবে, অধিনায়ক হিসেবে দারুণ কাজ করেছে সে। তামিমের যে অভিজ্ঞতা, যে যোগাযোগ, ক্রিকেটের প্রতি তার সততা, আমি সত্যিই তাকে সম্মান জানাই। এটাকে আমি প্রতিযোগিতা হিসেবে দেখি না, এই জায়গাতে আমি বরং তাকে অনেক শ্রদ্ধা করি। যাদের দায়িত্ব বেছে নেওয়ার, বেছে নেবেন। দিন শেষে ক্রিকেটটা যেন ভালো থাকে।’

স্পোর্টস ডেস্ক