ফাইনালের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

শেষের প্রহর গুনছে এশিয়া কাপ। দেখতে দেখতে ফাইনালে পৌঁছেছে দুটি দল। ভারত ও পাকিস্তান দাঁড়িয়ে আছে শিরোপা থেকে এক ম্যাচ দূরে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) মাঠে গড়াবে এশিয়া কাপের ফাইনাল। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এই মহারণের আগে দলের অন্যতম সেরা দুই তারকাকে শঙ্কায় ভারত। পেতে পারে দুঃসংবাদও।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন চলমান এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
এ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এক ওভার হাত ঘুরিয়ে এক শিকার করেন হার্দিক। কিন্তু এরপরই বাম পায়ের হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের বাকি সময়ে আর তাকে মাঠে নামতে দেখা যায়নি।
ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়ার চোটের কথা জানিয়েছেন ভারতের বোলিং কোচ মরনে মরকেলও। তবে চোট গুরুতর নয় বলেই জানিয়েছেন তিনি। মরকেল বলেন, ‘হার্দিকের হালকা ক্র্যাম্প হয়েছিল। আজ রাতে (গতকাল) এবং আগামীকাল সকালে তাকে মূল্যায়ন করা হবে, তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
অন্যদিকে, শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের নবম ওভারে ফিল্ডিং করার সময় ডান ঊরুতে অস্বস্তিবোধ করেন অভিষেক। ১০ ওভারের সময় মাঠ ছেড়ে উঠে যান তিনি। এরপর আর তাকেও ফিল্ডিং করতে দেখা যায়নি।
ম্যাচ চলাকালীন ডাগআউটে হার্দিক ও অভিষেকের চোট পাওয়া জায়গায় বরফ ও পিকল জুস দিয়ে চিকিৎসা দিতে দেখা যায়।