শেষ মুহূর্তের প্রস্তুতিতে মনোযোগী হামজা-শমিতরা

জাতীয় স্টেডিয়াম ঢাকায় কয়েক সেকেন্ডের আক্ষেপে পুড়েছে বাংলাদেশ। প্রত্যাবর্তনের গল্প লিখে সমতায় ফিরলেও ম্যাচ হেরেছে শেষ মিনিটের গোলে। এশিয়ান কাপ বাছাইয়ে আবারও হংকংয়ের সামনে বাংলাদেশ। এবার খেলা হবে প্রতিপক্ষের মাঠে। ম্যাচটি যেমন প্রতিশোধের, একই সঙ্গে মূলপর্বের আশা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ।
আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ মোকাবিলা করবে হংকংয়ের। দেশটির কাই টাক স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। এর আগে নিবিড় অনুশীলনে মনোযোগী হামজা-শমিতরা। তাদের লক্ষ্য একটাই, জিততে হবে।
হংকংয়ে প্রস্তুতির জন্য যে মাঠ পেয়েছে বাংলাদেশ সেটি মানসম্মত নয়। তার ওপর টিম হোটেল থেকে লম্বা পথ পাড়ি দিয়ে যেতে হচ্ছে অনুশীলনে। এটি মূলত মাঠে নামার আগেই বাংলাদেশের সঙ্গে স্বাগতিকদের আরেকটা খেলা, বলা যায় মাইন্ড গেম। এতে বিচলিত নয় বাংলাদেশ দল। সেটিই স্পষ্ট করলেন মিডফিল্ডার সোহেল রানা।
এমন কিছু যে স্বাগতিকরা করবে সেটি আগে থেকেই অনুমান করেছিলেন হামজা-শমিতরা। তাই মনোযোগ হারাচ্ছে না দল। আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে রাখার কথা জানান তিনি।
সোহেল বলেন, ‘আমাদের এই বিষয়গুলোর মুখোমুখি হতে হবে, সেই মানসিকতা নিয়েই আমরা এসেছি। আমাদের অনুশীলনের জন্য যে মাঠ দিয়েছিল, হোটেল থেকে প্রায় এক ঘণ্টার বেশি সময় লেগেছিল সেখানে যেতে। আর মাঠের কথা কী বলব, খুব বাজে মাঠ ছিল। আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে, তারা আমাদের সাথে এটা করবে। মাঠের বাইরে আমাদের সাথে যা কিছুই করুক, আমরা প্রস্তুতি নিয়েই এসেছি।’