প্রথম টি-টোয়েন্টিতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ
ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দুর্দান্ত আত্মবিশ্বাসে আছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার লক্ষ্য লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ জয়। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত এই সংস্করণে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দারুণ। সর্বশেষ চার সিরিজের সবগুলো জিতেছে টাইগাররা। এবার টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামছে বাংলাদেশ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আজ সোমবার (২৭ অক্টোবর) মাঠে গড়াবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। খেলা সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে, অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপে।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। সর্বশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানকে হারিয়ে টানা সাফল্যের ধারা অব্যাহত রেখেছে লিটনরা।
আগামী বছর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এই সিরিজটি বাংলাদেশের জন্য প্রস্তুতির অন্যতম সুযোগ। সিরিজকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন অধিনায়ক লিটন দাস। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি চাই আমাদের খেলোয়াড়রা যেন চ্যালেঞ্জের মুখে পড়ে—সেটা ব্যাটিং বা বোলিং দুই ক্ষেত্রেই হতে পারে। এই অভিজ্ঞতাই সামনে বিশ্বকাপে আমাদের সাহায্য করবে।’
আরও পড়ুন : টেস্টে অধিনায়কত্ব করা একজন খেলোয়াড়ের অনেক বড় পাওয়া : লিটন
ওয়ানডে সিরিজে মিরপুরের কালো মাটির উইকেটের ছিল স্পিন সহায়ক। যে কারণে রানও কম হয়েছে। কিন্তু চট্টগ্রামের উইকেট ঐতিহ্যগতভাবেই ব্যাটিং সহায়ক। বড় রান হওয়ার সম্ভাবনা রয়েছে। উইকেটের রংয়েও পরিবর্তন থাকে এখানে। যেমনটা এবারও দেখা গেছে। তবে শেষের দিকে উইকেট শুষ্ক হওয়ায় স্পিনাররাও কিছুটা সহায়তা পান।
আরও পড়ুন : কেমন হবে চট্টগ্রামের উইকেট?
এ ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে টস। কারণ, চট্টগ্রামে গত দুদিন সন্ধ্যার পর শিশির পড়তে দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে শিশিরের পরিমাণও বাড়ে। ফলে ম্যাচে শিশিরের প্রভাব বেশ বড় হয়ে দেখা দিতে পারে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে টস।
আরও পড়ুন : আমি চাই প্লেয়াররা চ্যালেঞ্জের মুখে পড়ুক : লিটন
বাংলাদেশের জন্য সুখবর—ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। সাইড স্ট্রেইনের কারণে তিনি ছিলেন এশিয়া কাপের শেষ ভাগ ও আফগানিস্তান সিরিজেও বাইরে ছিলেন তিনি। টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে থাকা লিটন গত সাত ইনিংসে করেছেন তিনটি হাফ-সেঞ্চুরি ও ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিকও তিনি।
সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী ও শামীম পাটোয়ারীদের কাছ থেকেও রান পাওয়ার প্রত্যাশা থাকবে টিম ম্যানেজমেন্টের। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটারদেরই দিতে হবে দলের জয় নিশ্চিত করার মূল ভরসা।
আরও পড়ুন : তাসকিন-মুস্তাফিজকে নিয়ে যা বললেন লিটন দাস
টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১৯ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টি ও ওয়েস্ট ইন্ডিজ ৯টি ম্যাচে। দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সর্বশেষ সিরিজে গত বছর ক্যারিবিয়ানদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
ঘরের মাঠ, সাম্প্রতিক ফর্ম ও আত্মবিশ্বাস—সব মিলিয়ে আজকের ম্যাচে ফেভারিট তকমা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের সামনে টানা পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি আজ চট্টগ্রামে।

স্পোর্টস ডেস্ক