শততম টেস্ট খেলেই কি বিদায় বলবেন মুশফিক?
অপেক্ষার পালা শেষের পথে। ইতোমধ্যে ৯৯টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচে মাঠে নেমেছেন মুশফিকুর রহিম। সব ঠিক থাকলে আগামী ১৯ নভেম্বর নিজের শততম টেস্ট খেলবেন তিনি। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব গড়বেন মুশফিক।
ওয়ানডে ও টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন মুশফিক। খেলছেন কেবল সাদা পোশাকে। অনেকের ধারণা, শততম টেস্টের জন্য অপেক্ষা করছেন তিনি। এরপর বিদায় বলবেন ক্রিকেটের অভিজাত সংস্করণকেও। কৌতূহলের জায়গাটা সেখানেই, শততম টেস্ট খেলেই কি বিদায় বলবেন মুশফিক?
জানা গেছে, মুশফিক খেলা চালিয়ে যাবেন। এখনই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান না এই তারকা। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও চান, মুশফিক যেন খেলা চালিয়ে যান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টের পর এই ব্যাপারে কথাও বলেন শান্ত। তারা চান এমন অর্জন উদযাপন করতে।
শান্ত বলেন, ‘আমি আশা করব মুশফিক ভাই ১০০ টেস্ট খেলার পরও যেন চালিয়ে যান। এমন অভিজ্ঞ খেলোয়াড় আমাদের টেস্ট দলে প্রয়োজন। আর অবশ্যই এটি অনেক বড় একটা অর্জন, খুবই রোমাঞ্চিত। আমরা উদযাপন করতে চাই। খেলোয়াড়রা চায় সেই দিনটা বা পুরো পাঁচ দিন আমরা উপভোগ করব। সম্মানের জায়গা তো আছেই। এরকম একটা অর্জন আমাদের বাংলাদেশে কখনও হয়নি। আমরা সবসময় আশা করি এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত এবং অধিনায়ক হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করব।’
মুশফিকের শততম টেস্ট ঘিরে নানা আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রেস্ট ও ক্রিকেটারদের স্বাক্ষরিত ব্যাট দিয়ে সম্মাননা জানানো হবে তাকে। পাশাপাশি তার এই মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখতে চায় বিসিবি। ম্যাচে দাওয়াত দেওয়া হবে মুশফিকের পরিবারকে।

স্পোর্টস ডেস্ক