নিজেকে কেন ‘সত্যি পরী’ বললেন পরী মণি?
ঝলমলে আলো আর বাস্তবের কঠিন মাটি এই দুইয়ের মাঝখানের ব্যবধানটা কতটুকু? ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরী মণি যেন আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সেই সত্য। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের এক অদ্ভুত অথচ সুন্দর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই অভিনেত্রী। যেখানে সিনেমার প্রেস মিটের গ্ল্যামার আর মা হিসেবে প্রাত্যহিক দায়িত্ব একাকার হয়ে মিশে গেছে।গ্ল্যামার থেকে গৃহকোণ দীর্ঘ ৯ দিন দেশের বাইরে কাটিয়ে...
সর্বাধিক ক্লিক
