‘স্পিরিট’কে নকল করেছে ‘রাক্ষস’— কী বলছেন পরিচালক?

সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক প্রকাশের পরই শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। নতুন বছরের প্রথম দিনে প্রকাশিত পোস্টারে প্রভাসকে দেখা যায় লম্বা চুল ও দাড়িতে, পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে। শার্টহীন শরীর, পিঠজুড়ে ক্ষতচিহ্ন ও ব্যান্ডেজ—সব মিলিয়ে চরিত্রটির সহিংস ও রুক্ষ রূপ স্পষ্ট। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়।এই আলোচনার রেশ কাটতে না...