সিপিআইএমের প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তার সঞ্চালিকা ‘সমতা’
ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির (সিপিআইএম) প্রচারে এলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এইআই) সঞ্চালিকা ‘সমতা’। দোল উৎসবের দিন গতকাল সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় দলটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তাকে পরিচয় করে দেয়।
‘আপনাদের মতামত ও ভালোবাসা প্রত্যাশী আমরা’ শিরোনামে এবং ‘লেফটঅলটারনেটিভ’ হ্যাশ ট্যাগে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল আইডি থেকে প্রচারিত হয় ২৭ সেকেন্ডের ভিডিও। সেখানে বুদ্ধিমত্তার সঞ্চালিকা সমতা বলে, ‘নমস্কার। আমি সমতা। আমি এআইয়ের মাধ্যমে তৈরি করা সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের একজন সঞ্চালিকা। আপনাদের সবাইকে রঙের উৎসবের শুভেচ্ছা। এ বছরের আমাদের উপহার লাল আবির। আর আমার সাথে আপনাদের দেখা হবে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আপনাদের সবার মতামত আর ভালোবাসার অপেক্ষায় রইলাম আমরা।’
গতকাল রাত ৯টায় সমতার আত্মপ্রকাশের কয়েক ঘণ্টার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে যায়। এরপর থেকে আজ পর্যন্ত প্রচুর রিঅ্যাকশন, কমেন্ট এসেছে ওই ভিডিওতে। এক্স হ্যান্ডেলসহ এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা।