অধিকৃত মেলিটোপলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেন তার দক্ষিণ-পূর্বের শহর মেলিটোপোলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। শহরটিতে রাশিয়ার নিযুক্ত গভর্নর শনিবার রাতে এই হামলার জন্য ইউক্রেনীয় বাহিনীকে দায়ী করেছেন। হামলায় দুজন নিহত হয়েছে বলে দাবি রাশিয়ার। খবর রয়টার্স।
রুশ কর্তৃপক্ষ বলেছে, একটি ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছে। যদিও রয়টার্স স্বাধীনভাবে হামলা বা মৃত্যুর খবর যাচাই করতে পারেনি।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মেলিটোপলের মস্কো-নিযুক্ত গভর্নর এভেগনি বালিটস্কি জানান, ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, চারটি তাদের লক্ষ্যে পৌঁছেছে।’
এভেগনি বালিটস্কি আরও বলেছেন, একটি ‘বিনোদন কেন্দ্রে’ লোকেরা খাবার খাচ্ছিল। এ সময় ইউক্রেনের হিমার্স ক্ষেপণাস্ত্রের আক্রমণে তা ধ্বংস হয়ে যায়।
জাপোরিঝিয়ায় রাশিয়ান নিয়ন্ত্রিত অংশে মস্কো-স্থাপিত আরেক কর্মকর্তা ভ্লাদিমির রোগভ জানান, একটি বড় আগুন বিনোদন কেন্দ্রটিকে গ্রাস করে। তিনি আগুনে পুড়ে যাওয়া একটি কাঠামোর ভিডিও পোস্ট করেছেন।