আফগানিস্তানে ভূমিকম্পের আঘাত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/20/angj81s8_julian-assange_625x300_10_february_22_1.jpg)
প্রতীকী ছবি
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদে ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যার দিকে রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ফাইজাবাদ। খবর এনডিটিভির।
দেশটির জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) বলছে, ফাইজাবাদের ১১৭ কিলোমিটার দক্ষিণপূর্বে ১০০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
এনসিএসের এক টুইট বার্তায় বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এটি আঘাত হেনেছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/04/20/capture_4.jpg 687w)
তবে এই ভূমিকেম্প এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।