ইউক্রেনে ‘রুশ হামলা’ কখন, সিআইএ সূত্রে জানাল জার্মানির সংবাদপত্র
মার্কিন গোয়েন্দা ও সামরিক সূত্র সতর্ক করে বলেছে, আগামী বুধবার ভোরে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। সূত্রের বরাত দিয়ে গতকাল শনিবার জার্মানির ডের স্পিগেল পত্রিকা এমন তথ্য দিয়েছে।
ডের স্পিগেলের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেট্রো’ ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলার দিনক্ষণ–সম্পর্কিত খবরটি প্রকাশ করেছে।
রাশিয়া অবশ্য হামলার আশঙ্কাকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ‘প্রোপাগান্ডা’ বলে অভিহিত করে আসছে।
জার্মানির সংবাদমাধ্যম ডের স্পিগেল জানায়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও সামরিক সূত্র উভয়ই ন্যাটো জোটের সদস্যদের ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করেছে। এ জরুরি সতর্কতায় বলা হয়—বুধবার ভোরের দিকে ইউক্রেনে হামলা শুরু করতে পারে রাশিয়া।
ইউক্রেন সীমান্ত অঞ্চলে সেনা ও সমরাস্ত্রের মজুদ বাড়িয়েছে রাশিয়া। গত ডিসেম্বরের শেষের দিকে সেখানে লাখখানেক সেনা মোতায়েন করে রাশিয়া। পরে আরও বাড়ানো হয়েছে।
ডের স্পিগেল গতকাল শনিবার বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী পাঁচ দিনের মধ্যে সেনাদের গ্রিন সিগন্যাল দিতে পারেন।
জার্মানির পত্রিকাটি বলছে, এরই মধ্যে ইউক্রেন হামলার বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যদিও রাশিয়া বলছে ভিন্ন কথা। মস্কো’র দাবি—আগ বাড়িয়ে কোনো সংঘাতে জড়াবে না তারা। যুদ্ধ বাঁধাতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের শীর্ষ কর্মকর্তারা, মার্কিন গণমাধ্যম উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভার। যদিও সীমান্তে বেলারুশকে সঙ্গে নিয়ে দশ দিনব্যাপী সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া।