ইতালিতে কেবল কার দুর্ঘটনায় নিহত ১৩
ইতালির ভারবানিয়া শহরের কাছে পাহাড়ি এলাকায় একটি কেবল কার দুর্ঘটনায় ১৩ নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্ত্রেসা-মোত্তারোন কেবল কার সার্ভিস লেক মাজ্জোর ওপর দিয়ে স্ত্রেসা শহর থেকে মোত্তারোন পাহাড়ে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের পরিবহণ করে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ৪০০ মিটার ওপর দিয়ে ওই কেবল কার যাতায়াত করে।
রোববার স্থানীয় সময় দুপুরের ঠিক পরপর স্থানীয় রেসকিউ সার্ভিসে ফোন করে দুর্ঘটনার খবর জানানো হয়। খবর রয়টার্সের।
ইতালির আলপিনো রেসকিউ সার্ভিসের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘কেবল কারটি ছিঁড়ে পড়ার সময় সেটি সর্বশেষ পিলারের ঠিক আগের পিলারটির কাছে ছিল। হতাহতরা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
আলপিনো রেসকিউ সার্ভিসের আরেক মুখপাত্র একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘দুর্ঘটনার পর গুরুতর আহত দুই শিশুকে হেলিকপ্টারে করে তুরিনের একটি শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
জরুরি উদ্ধারকারী সংস্থার পোস্ট করা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, বনের মধ্যে কেবল কারের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।
ন্যাশনাল আলপাইন রেসকিউ সার্ভিসের পক্ষ থেকে তাদের মুখপাত্র রাইনিউজ ২৪ টেলিভিশন চ্যানেলকে বলেছেন, এটা মারাত্মক দুর্ঘটনা। অনেক উঁচু থেকে ছিঁড়ে পড়ার কারণে গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।