ইয়েমেনে পদদলিত হয়ে নিহত ৭৮
ইয়েমেনের রাজধানী সানায় একটি স্কুলে অনুদান গ্রহণের জন্য জড়ো হওয়া শত শত মানুষের ভিড়ে পদদলিত হয়ে অন্তত ৭৮ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও হুতি গণমাধ্যম। খবর বিবিসি ও রয়টার্সের।
সানার স্বাস্থ্য পরিচালকের বরাত দিয়ে আল মাসিরাহ টিভি জানায়, বেশ কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
হুতি নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, মুসলমানদের পবিত্র রমজান মাসের শেষের ব্যবসায়ীদের অনুদান বিতরণের সময় এ ঘটনা ঘটে।
দুই প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, অনুদান পাওয়ার জন্য শত শত মানুষ একটি স্কুলে ভিড় করেছিল, যেখানে প্রত্যেককে পাঁচ হাজার ইয়েমেনি রিয়াল বা জনপ্রতি প্রায় ৯ ডলার করে দেওয়া হচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে হুতি টেলিভিশনের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, মানুষ ভিড়ের মধ্যে জমে আছে। কিছু মানুষ চিৎকার, চ্যাঁচামেচি করছেন তাদেরকে নিরাপদে টেনে বের করে আনার জন্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে আরও জানায়, অনুদান অনুষ্ঠান আয়োজনের জন্য দায়ী দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং এ ঘটনার তদন্ত চলছে।
ইয়েমেনে আট বছর ধরে গৃহযুদ্ধ চলছে, যাতে কয়েক হাজার মানুষ নিহত এবং দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে। এতে কয়েক লাখ মানুষকে খাদ্য সংকটের দিকে ঠেলে দিয়েছে।
২০১৪ সালে ইরান সমর্থিত হুতিরা সানায় সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সালে ইয়েমেনে অভিযান শুরু করে। এই সংঘাতকে সৌদি আরব ও ইরানের মধ্যে প্রক্সি যুদ্ধ হিসেবে দেখা হচ্ছে।