একমাস পর কাবুলে ফিরলেন মোল্লা বারাদার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/06/xmullah-abdul-ghani-baradar-1633501061.jpg.pagespeed.ic_.xthleunvsm.jpg)
প্রায় একমাস কান্দাহারে থাকার পর কাবুলে ফিরে এসেছেন আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী ও দেশটিতে ক্ষমতাসীন তালেবানগোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা মোল্লা আবদুল গনি বারাদার।
আজ বুধবার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে করা এক প্রতিবেদেন হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার কাবুলে ফিরেছেন বারাদার। বর্তমানে তিনি কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে অবস্থান করছেন।
আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তার অধিকারী মোল্লা বারাদার। মঙ্গলবার কাবুলে এসে পৌঁছানোর পর আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তালেবান নেতা সিরাজউদ্দিন হাক্কানি, বারাদারের নিরাপত্তার জন্য সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠিয়েছিল।
কিন্তু সেই সদস্যদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন আফগান উপপ্রধানমন্ত্রী। জানিয়েছেন, তাঁর নিজস্ব নিরাপত্তা রক্ষী রয়েছে, সরকারি নিরাপত্তার কোনো প্রয়োজন তিনি বোধ করছেন না।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/10/06/capture1.jpg 505w)
একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তালেবানগোষ্ঠীর একাংশের নেতাদের সঙ্গে বিরোধ চলছে মোল্লা বারাদারের। এই বিরোধের শুরু গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, যখন আফগানিস্তানে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে তালেবান বাহিনী।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছর এপ্রিলে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। সেই ঘোষণার একমাস পর থেকে আফগানিস্তান দখলের অভিযান শুরু করে তালেবানবাহিনী এবং মাত্র তিন মাসের মধ্যে দেশের প্রায় সবগুলো প্রদেশ নিজেদের নিয়ন্ত্রণে আনার পর গত ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান।
রাজধানী দখলের দুই সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু করে তালেবান। গত ১০ সেপ্টেম্বর এ বিষয়ে তালেবান শীর্ষ নেতারা বৈঠক করেন কাবুলের প্রেসিডেন্টের প্রাসাদে।
সেই বৈঠকেই সূত্রপাত হয় দ্বন্দ্বের। তালেবান নেতাদের একাংশ ওই বৈঠকে যে মন্ত্রিসভার প্রস্তাব করেন, তার বিরোধিতা করেছিলেন মোল্লা বারাদার ও তার অনুগত তালেবান নেতা-কর্মীরা। বৈঠকে এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি ও মোল্লা বারাদারের বাদানুবাদের খবর আসে। তারপর মোল্লা বারাদার কান্দাহারে চলে যান।