করোনার নতুন স্ট্রেইনের কারণে বন্ধ হচ্ছে বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক ফ্লাইট রুট
দুবাই থেকে লন্ডনের আকাশপথকে বলা হয় ব্যস্ততম আন্তর্জাতিক এয়ারলাইন রুট। তবে এবার করোনার নতুন স্ট্রেইনের সংক্রমণের আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক হারে সংক্রমণ ক্ষমতাসম্পন্ন করোনার একটি নতুন স্ট্রেইন বা ধরন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার পর তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন যুক্তরাজ্য। করোনার এই নতুন স্ট্রেইনের বিরুদ্ধে এখনো কোনো টিকা কার্যকর প্রমাণ হয়নি। এসব কারণে সংযুক্ত আরব আমিরাত, বুরুন্ডি ও রুয়ান্ডাকে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।
তবে, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড কিংবা অন্য যুক্তরাজ্যে অবস্থানের অনুমতি থাকা তৃতীয় কোনো দেশের নাগরিক যদি ১০ দিন সেল্ফ কোয়ারেন্টিনে থাকেন, তাহলে তাঁরা আরব আমিরাত, বুরুন্ডি বা রুয়ান্ডা থেকে কিংবা এসব দেশ হয়ে এলেও যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন। ব্রিটিশ পরিবহণমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস গতকাল বৃহস্পতিবার এক টুইটে এসব কথা বলেন।
এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ এরই মধ্যে যুক্তরাজ্যগামী বা যুক্তরাজ্য থেকে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করার কথা তাদের ওয়েবসাইটে জানিয়েছে। এতে বলা হয়েছে, আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকে এ স্থগিতাদেশ কার্যকর হবে।
বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক আকাশপথ দুবাই-লন্ডন রুটে চলতি জানুয়ারি মাসে মোট এক লাখ ৯০ হাজার ৩৬৫টি আসন শিডিউল করা ছিল বলে জানিয়েছে এয়ারলাইন সংক্রান্ত তথ্য সরবরাহকারী সংস্থা ওএজি।

এনটিভি অনলাইন ডেস্ক