কিয়েভ-লভিভে বিস্ফোরণ, ইউক্রেনে বিমান হামলার সাইরেন
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও লভিভ শহরে বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। কিয়েভের মেয়র ও লভিভ অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এদিকে, ইউক্রেনজুড়ে বিভিন্ন শহরে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর মধ্যে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো সামাজিক মাধ্যম টেলিগ্রামে লেখেন, ‘শহরের উপকণ্ঠে দারনিতস্কি জেলায় বিস্ফোরণ ঘটেছে।’
মেয়র আরও লেখেন, ‘এখন পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন।’
অন্যদিকে, লভিভ অঞ্চলের গভর্নর ম্যাকসিম কোজিতস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লেখেন, ‘স্থানীয় সময় শনিবার সকাল ৫টা ৪৬ ও ৭টা ২ মিনিটের মধ্যে বিমান হামলার সাইরেন বাজানো হয়।’
গভর্নর জানান, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। তবে, কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।