খারকিভের ফ্রিডম স্কয়ারে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত (ভিডিও)
ইউক্রেনে রুশ আগ্রাসনের ষষ্ঠ দিনে চলছে। এদিন রুশ বাহিনীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে।
আজ মঙ্গলবার সকালের এই হামলাটি শহরের কেন্দ্রস্থলে ফ্রিডম স্কয়ারের সরকারি ভবনগুলো লক্ষ্য করে হয়েছে বলেই মনে করা হচ্ছে।
ইউক্রেনের সামাজিক যোগাযোগমাধ্যম ও চ্যানেলগুলোতে ভাইরাল হওয়া এক ভিডিওতে আঞ্চলিক রাজ্য প্রশাসন ভবনের সামনে একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়তে দেখা গেছে।
এর ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে যা জানালা ও কাছাকাছি সব গাড়ি উড়িয়ে নিয়ে যায় বলে জানিয়েছে বিবিসি।
হামলার পরের এক ভিডিওতে ধ্বংসস্তূপ ও পোড়া গাড়ি দেখা গেছে। স্থানীয় সময় সকাল ৮টার দিকে এই হামলা হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খারকিভ গত কয়েকদিন ধরেই আকাশ থেকে ব্যাপক বোমাবর্ষণ ও তুমুল যুদ্ধ দেখছে। ইউক্রেনের উত্তরপূর্বের এই শহরে ১৬ লাখ মানুষের বাস।

এনটিভি অনলাইন ডেস্ক