গ্রিসে অপরাধবিষয়ক সাংবাদিককে গুলি করে হত্যা
গ্রিসে একজন প্রবীণ অপরাধবিষয়ক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। রাজধানী এথেন্সে সাংবাদিক ইয়র্গস কারাইভাসকে শুক্রবার তাঁর বাড়ির সামনে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি অন্তত ছয়টি গুলি করে। খবর বিবিসির।
এথেন্সের আলিমোস এলাকায় নিজের বাড়ির সামনে গাড়ি থেকে নামার পরপরই তাঁকে গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তিনি বেসরকারি গণমাধ্যম স্টার টেলিভিশন ও সংবাদ ব্লগ ব্লোকো ডটজিআরের হয়ে কাজ করতেন।
কারাইভাসের হত্যার ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। তাঁর মৃত্যু ‘আমাদের সবাইকে হতভম্ব করে দিয়েছে,’ বলেছেন দেশটির সরকারের একজন মুখপাত্র।
সংঘবদ্ধ অপরাধ ও দুর্নীতি নিয়ে কাজ করা কারাইভাসকে তাঁর কাজের জন্য হত্যা করা হয়েছে কিনা তা অবশ্যই খুঁজে বের করা দরকার বলে মন্তব্য করেছে গণামাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থাগুলো।
ঘটনাস্থল থেকে এক ডজনেরও বেশি গুলির খোসা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‘এটা পেশাদার খুনিদের কাজ,’ পরিচয় প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন একজন পুলিশ কর্মকর্তা।