গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫৭
গ্রিসের মধ্যাঞ্চলে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শেষ রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে দেশটির মধ্যাঞ্চলের লারিসা শহরে।
গ্রিক পুলিশের মুখপাত্র কনস্টানটিয়া দিমোগ্লিডু সাংবাদিকদের বলেন, ‘৪৮ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ছয়জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।’
গ্রিক ফায়ার সার্ভিসের মুখপাত্র ভাসিলিওস ভাথ্রাকোজিয়ানিস জানিয়েছেন, শুক্রবারের মধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হবে বলে আশা করা হচ্ছে।
কীভাবে এবং কেন যাত্রীবাহী ট্রেনটি বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তা নির্ধারণের জন্য তদন্ত চলছে।
একজন স্টেশন মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অবহেলার কারণে হত্যার অভিযোগ আনা হয়েছে।
সরকার শুক্রবার পর্যন্ত তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে ভবিষ্যতে এই ধরনের ট্র্যাজেডি এড়াতে রেলপথ পরিচালনায় সমস্যাগুলোর সমাধান করা হবে।