জি২০ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্রুপ অব টোয়েন্টি (জি২০) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন। জাকার্তায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত এ কথা জানিয়েছেন।
কিছু সদস্য দেশ রাশিয়াকে জি২০ থেকে বাদ দেওয়ার আহ্বান জানানোর পর তা অগ্রাহ্য করে রুশ রাষ্ট্রদূত এ কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স খবর প্রকাশ করেছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে রুশ রাষ্ট্রদূত লুদমিলা ভেরোবিভা বলেন, ‘শুধু জি২০ না, অনেক সংস্থাই রাশিয়াকে বহিষ্কার করার চেষ্টা করছে। পশ্চিমের এই প্রতিক্রিয়া পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ।’
বিশ্বের বৃহত্তম অর্থনীতির ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিয়ে জি২০ গঠিত। ইউক্রেনে আক্রমণ চালানোর পর রাশিয়াকে আর এই গ্রুপে রাখা হবে কি না, যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্র দেশগুলো তা পর্যালোচনা করে দেখছে বলে এই আলোচনার সঙ্গে যুক্ত কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
কিন্তু রাশিয়াকে বাদ দেওয়ার উদ্যোগে এই গ্রুপের অন্য সদস্য দেশগুলোর বাধা দেওয়ার সম্ভাবনা আছে, এমনকি অনেকে জি২০ বৈঠক এড়িয়েও যেতে পারে বলে সূত্রগুলো বলেছে।
এখন ইন্দোনেশিয়া জি২০ গ্রুপের সভাপতির দায়িত্বে আছে। নভেম্বরে দেশটির বালি দ্বীপে জি২০ সম্মেলন হওয়ার কথা। ভেরোবিভা জানিয়েছেন, পুতিন সেখানে থাকতে চান।
তিনি বলেন, ‘কোভিড পরিস্থিতিসহ অনেক কিছুর ওপরই আমাদের নির্ভর করতে হবে। তবে কোভিড পরিস্থিতির উন্নতি হচ্ছে। এখনও পর্যন্ত তার (পুতিন) ইচ্ছা হলো সম্মেলনে যোগ দেওয়া।’