ট্রাম্প সমর্থকদের পক্ষে সাফাই, ইউটিউবে স্টিভ ব্যাননের চ্যানেল বন্ধ
গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের ‘ওয়ার রুম’ পডকাস্টের চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানির সঙ্গে আলাপচারিতা ইউটিউব চ্যানেলে প্রকাশ করার কয়েক ঘণ্টা পরই চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়। ওই পডকাস্টে ক্যাপিটল ভবনে সহিংসতার জন্য ডেমোক্র্যাটদের দোষারোপ করেছিলেন জুলিয়ানি।
ব্যাননের ওই পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে জুলিয়ানি বিরোধীদের দোষারোপ করে বলেছিলেন, বিরোধীরা ট্রাম্পের সমর্থকদের দমন-পীড়ন করায় ক্যাপিটলে হামলার ওই ঘটনা ঘটেছে।
মার্কিন কংগ্রেস ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সহিংসতার ঘটনায় ক্যাপিটল পুলিশের কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন। এর আগে মার্কিন নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি করে আসছিলেন ট্রাম্প।
ওই ঘটনার পরই ট্রাম্পের একটি ভিডিও নীতিমালা ভঙ্গের অভিযোগে সরিয়ে দেয় ইউটিউব। এবার ব্যাননের পডকাস্ট নীতিমালা ভঙ্গের অভিযোগে সরিয়ে দিল ইউটিউব কর্তৃপক্ষ।
পডকাস্টে ট্রাম্প সমর্থকদের পক্ষ নিয়ে রুডি জুলিয়ানি বলেন, ‘মিডিয়া এটি অস্বীকার করতে পারে, তবে সেই মানুষেরা জানে যে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। তারা জানে যে, তাদের বাক্স্বাধীনতা হুমকির মুখে।’
এর আগে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। সম্ভাব্য সহিংসতায় উসকানির আশঙ্কায় মাইক্রো ব্লগিং সাইট টুইটার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায়।
অন্যদিকে, গুগল, ফেসবুকসহ অন্য সব বড় প্রতিষ্ঠানই ক্যাপিটলে সহিংসতার ঘটনায় ট্রাম্প ও তাঁর সমর্থকদের ব্যাপারে কঠোর হওয়ার দাবি জানিয়েছে। গত বৃহস্পতিবার ট্রাম্পের ফেসবুক পেজে পোস্ট দেওয়া বাতিল ঘোষণা করে ফেসবুক।

এনটিভি অনলাইন ডেস্ক