থাইল্যান্ডে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় নিহত ১৫

থাইল্যান্ডের সহিংসতাপূর্ণ দক্ষিণাঞ্চলে সন্দেহভাজন মুসলিম বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও চারজন আহত হয়েছেন। গত কয়েক বছরের মধ্যে এটি এ অঞ্চলে সবচেয়ে ভয়াবহ হামলা। বুধবার থাইল্যান্ডের সামরিক মুখপাত্র এ কথা জানান।
থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলে রক্তক্ষয়ী সহিংসতা অনেক বেড়ে গেছে। গত ১৫ বছরে এসব সহিংসতায় সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সেনা মুখপাত্র প্রমোত প্রম-ইন জানান, গতকাল মঙ্গলবার রাতে ইয়ালা প্রদেশে জঙ্গিরা বেসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের নিয়ন্ত্রণে থাকা দুটি নিরাপত্তা ফাঁড়িতে ব্যাপক হামলা চালায়।
প্রমোত বলেন, ‘এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। এ ছাড়া হাসপাতালে আরো দুজন এবং আজ সকালে একজন মারা যান।’
তিনি আরো জানান, বিদ্রোহীরা ওই দুই ফাঁড়ি থেকে এম-১৬ রাইফেল ও শটগান লুট করে নিয়ে যায়।
তিনি জানান, নিরাপত্তা ফাঁড়ি দুটির চারদিক ঘিরে রাখা হয়েছে এবং সেখানে এখন ফরেনসিক তদন্ত চলছে।
সাংস্কৃতিকভাবে স্বতন্ত্র মালয়েশীয় সীমান্তবর্তী থাইল্যান্ডের এ অঞ্চলের স্বায়ত্তশাসন চাওয়া বিদ্রোহীরা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে আসছে।
থাইল্যান্ডের কথিত দক্ষিণাঞ্চলবিষয়ক বিশেষজ্ঞ ডন পাঠান বলেন, ‘বিগত অনেক দিনের মধ্যে মঙ্গলবারের হামলা ছিল সবচেয়ে ভয়াবহ ও পরিকল্পিত হামলার ঘটনা।’