নেপালে ভয়াবহ ভূমিধসে ৩১ জনের প্রাণহানির আশঙ্কা
নেপালে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি : সংগৃহীত
নেপালে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছেন দেশটির সরকারি কর্মকর্তারা। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরো ২১ জন।
কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।
সরকারি কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানিয়েছেন, গতকাল রোববার চীনের তিব্বত সীমান্তের বারাভিস এলাকায় ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়। এতে নিখোঁজ রয়েছে আরো কিছু লোক। আর উত্তর-পশ্চিমের একই ঘটনায় বেশকিছু লোক হতাহত হয়।
মুরারি ওয়াস্তি আরো জানান, সীমান্তের বারাভিস এলাকায় ভোর হওয়ার আগেই ভূমিধসের ঘটনা ঘটে। ফলে মানুষ নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পায়নি।
উল্লেখ্য, নিখোঁজদের উদ্ধারে অভিযান এখনো চলছে বলে খবরে জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক