পাকিস্তানের সরকারে ভাঙনের ইঙ্গিত বিলাওয়াল ভুট্টোর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/03/06/paakistaan-chbi_0.jpg)
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, কেন্দ্র যদি সিন্ধু প্রদেশের বন্যা দুর্গতদের ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি পূরণ না করে, তবে তার দলের পক্ষে জোট সরকারে থাকা সম্ভব হবে না।
গতকাল রোববার (৫ মার্চ) করাচিতে গমবীজ প্রদানে ভর্তুকি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের পর এসব কথা বলেন বিলাওয়াল। খবর ডনের।
বিলাওয়াল ভুট্টো বলেন, ‘ভর্তুকি কর্মসূচির মাধ্যমে বন্যা কবলিত কৃষকদের ত্রাণ প্রদানের জন্য ১৩.৫ বিলিয়ন রুপি প্রয়োজন। তাই সিদ্ধান্ত নেওয়া হয় ফেডারেল সরকার ৪.৭ বিলিয়ন রুপি অনুদান দেবে আর অবশিষ্ট ৮.৩৯ বিলিয়ন রুপি সিন্ধু সরকার প্রদান করবে। আমরা জাতীয় পরিষদে এই ইস্যুটি তুলে ধরব। বন্যা দুর্গতদের দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবো। প্রতিশ্রুতি পূরণ না করলে কেন্দ্রীয় জোট সরকারে থাকা কঠিন হবে।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/03/06/paakistaan.jpg)
এর আগে বিলাওয়াল ভুট্টোকে জানানো হয়, এবারের বর্ষাকালের শুরুতে মৌসুমি বন্যায় পাকিস্তানের ৩.৬ মিলিয়ন একর জমির ফসল ধ্বংস হয়েছে আর এই ক্ষতির পরিমাণ প্রায় ৪২১ বিলিয়ন রুপি।