‘প্রয়োজন নেই’ জানিয়ে নির্বাচন কমিশন বাতিল করল তালেবান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/12/26/afghanistan.jpg)
আফগানিস্তানের নির্বাচন কমিশন বাতিল করেছে ক্ষমতাসীন তালেবান। তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি গতকাল শনিবার এ তথ্য জানান।
সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, পূবর্বতী পশ্চিমা-সমর্থিত সরকারের সময় নির্বাচনের তদারকি করা নির্বাচন কমিশনের প্যানেলটি বাতিল করেছে তালেবান সরকার।
বলা হচ্ছে, পশ্চিমা সমর্থিত প্রশাসনের অধীনে আফগানিস্তানে এই নির্বাচন কমিশন বিভিন্ন সময় নির্বাচন ও ভোট অনুষ্ঠিত করেছে। কারিমি আরো জানান, এই সপ্তাহে সরকারের আরো দুইটি মন্ত্রণালয় বন্ধ করে দেয়া হচ্ছে। সেগুলো হলো শান্তিবিষয়ক ও সংসদবিষয়ক। এর আগে বন্ধ করা হয়েছিলো নারীবিষয়ক মন্ত্রণালয়। নির্বাচন কমিশন থাকা ও কার্যক্রম পরিচালনার কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তালেবান সরকারের মুখপাত্র।
স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) এবং স্বাধীন নির্বাচনি অভিযোগ কমিশনের দিকে ইঙ্গিত করে গতকাল শনিবার বিলাল করিমি বলেন, ‘এ কমিশনগুলো থাকার ও পরিচালনার কোনো প্রয়োজন নেই।’
যদিও প্রয়োজনে কমিশনকে পুনরুজ্জীবিত করা হতে পারে বলে জানান বিলাল করিমি। তিনি বলেন, ‘যদি আমরা কখনও প্রয়োজন বোধ করি, ইসলামি আমিরাত এ কমিশনগুলোকে পুনরুজ্জীবিত করবে।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/12/26/afghanistan-inside.jpg 687w)
বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের চূড়ান্ত পর্যায়ে গত আগস্টে পশ্চিমা-সমর্থিত আফগান সরকারকে পর্যুদস্ত করে তালেবান দেশটির ক্ষমতায় অধিষ্ঠিত হয়।