বাইডেনের জয় মেনে নিলেন ট্রাম্প-ঘনিষ্ঠ ম্যাককনেল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের এক মাসেরও বেশি সময় পর মঙ্গলবার জো বাইডেনকে দেশেটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করে নিয়েছেন বিপক্ষ রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল।
রিপাবলিকান দলের অন্যতম নেতা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী বলে পরিচিত সিনেট সদস্য ম্যাককনেল নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার ইলেকটোরাল কলেজ থেকে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করার পর ম্যাককনেল বাইডেনকে এ অভিনন্দন জানালেন। খবর বিবিসির।
নির্বাচনে ডেমোক্র্যাট দল ৩০৬টি ও রিপাবলিকান দল ২৩২টি ভোট পেয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো নির্বাচনের ফলাফল মেনে নিতে সম্মত হননি।
সিনেটে ম্যাককনেল বলেন, ‘আমি ৩ নভেম্বরের নির্বাচনে ভিন্ন ফলাফল আশা করেছিলাম। কিন্তু কথা বলেছে ইলেকটোরাল কলেজ। তাই আজ আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাতে চাই।’
বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারসিকেও অভিনন্দন জানান ম্যাককনেল। এ সময় তিনি বলেন, ‘আমাদের জাতি প্রথমবারের মতো একজন নারীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। এই গর্বের অংশীদার সব আমেরিকান।’
ম্যাককনেল জানান, তিনি বাইডেনকে ফোন করেও অভিনন্দন জানিয়েছেন এবং তাঁরা দুজন একসঙ্গে কাজ করবেন বলে সম্মত হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক