ভারত থেকে এবার রোহিঙ্গাদের তাড়াব : প্রতিমন্ত্রী জিতেন্দ্র
ভারত থেকে রোহিঙ্গা নাগরিকদের মিয়ানমারে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, ‘এবার রোহিঙ্গাদের তাড়ানোর পালা।’ গত শুক্রবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন জিতেন্দ্র সিং। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
ভারতের কোথাও রোহিঙ্গা শরণার্থীদের জায়গা দেওয়া হবে না উল্লেখ করে জিতেন্দ্র সিং বলেন, ‘সরকারের পরবর্তী পদক্ষেপ হলো, রোহিঙ্গাদের ফেরত পাঠানো। এদের কীভাবে ফেরত পাঠানো যায়, সে বিষয়ে পদ্ধতিগুলো খতিয়ে দেখছে সরকার।’
জম্মুতে প্রচুর রোহিঙ্গা নাগরিক বসবাস করছে উল্লেখ করে জিতেন্দ্র সিং বলেন, ‘একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং এ ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করা হবে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘তারা (রোহিঙ্গা নাগরিক) তিনটি প্রতিবেশী দেশের ছয়টি ধর্মীয় নিপীড়িত সম্প্রদায়ভুক্ত (হিন্দু, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ) নয়। তারা মিয়ানমার থেকে এসেছে। ফলে নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী তারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য নয়।’
২০১১ সালের শেষ দিকে মিয়ানমার সেনাদের হাতে নিপীড়িত হয়ে রোহিঙ্গা মুসলিমরা ভারতের উত্তর-পূর্বে আসতে শুরু করে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, দেশটিতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা নাগরিক বেআইনিভাবে বসবাস করছে। যার মধ্যে ছয় হাজারের বেশি রোহিঙ্গা নাগরিক জম্মু-কাশ্মীরে রয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যসভায় জানান, ২০১৭ সাল থেকে রোহিঙ্গাসহ মিয়ানমারের ২২ নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারত।

অনলাইন ডেস্ক