মার্কিন সিনেট নির্বাচন : জর্জিয়ায় ট্রাম্প-বাইডেনের সমাবেশ
যুক্তরাষ্ট্রে সিনেট নির্বাচনের আগে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য নির্ধারণের জন্য জনসমর্থন আদায়ের লক্ষে জর্জিয়া অঙ্গরাজ্যে সমাবেশ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল সোমবার জর্জিয়ায় বাইডেন ও ট্রাম্প সমাবেশ করেছেন। সিনেট নির্বাচনে রিপাবলিকান সিনেটর কেলি লোফলার ও ডেভিড পেরডুরের বিপক্ষে লড়ছেন ডেমোক্রেটিক দলের রাফেল ওয়ার্নক ও জোন অসফ।
কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেতে দুই ডেমোক্রেটেরই জয় চান বাইডেন। অন্যদিকে ট্রাম্প চান সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের প্রার্থীরা জয়ী হয়ে যেন বাইডেনের কর্মসূচিগুলো আটকাতে পারেন।
সমাবেশে ট্রাম্প বলেন, ‘তারা হোয়াইট হাউস নিয়ে নিচ্ছে না। আমরা সর্বোচ্চ দিয়ে লড়াই করতে যাচ্ছি।’ সমর্থকরা সে সময় ‘ট্রাম্পের পক্ষে লড়াই করুন’ স্লোগান দেন।
অন্যদিকে, মহামারি মোকাবিলায় ব্যর্থতার জন্য বিদায়ী ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন বাইডেন। পাশাপাশি ডেমোক্রেটিক দলের মাধ্যমে দেশটিকে নতুনভাবে পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রে করোনায় সাড়ে তিন লাখের বেশি মানুষ মারা গেছে। বেশির ভাগ রাজ্যেই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বাইডেন বলেছেন, ‘নতুন বছর এসেছে। আগামীকাল আটলান্টা, জর্জিয়া ও আমেরিকার জন্য একটি নতুন দিন হতে পারে।’

এনটিভি অনলাইন ডেস্ক